ঢাকা: পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৫৪ জন আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৫৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৮৭ জন। মোট এক হাজার ৬৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় গ্রেফতারদের থেকে একটি দেশীয় স্টেনগান, একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ ও দুইটি এলজি উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।