Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় মানবাধিকার মিশন খুলতে জাতিসংঘ-বাংলাদেশ সমঝোতা স্মারক সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৬:৩২ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৬:৫৭

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে মিশন খুলতে সমঝোতা স্মারক সই জাতিসংঘ ও বাংলাদেশ।

শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার অফিস এবং বাংলাদেশ সরকার এই সপ্তাহে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার জন্য বাংলাদেশে একটি মিশন খোলার জন্য তিন বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক সই করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক স্মারকলিপিতে সই করেন।

এতে আরও বলা হয়েছে, গত আগস্ট থেকে, জাতিসংঘের মানবাধিকার অফিসের বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া মানবাধিকার সংস্কার এগিয়ে নিতে এবং গণ-বিক্ষোভের মারাত্মক দমন-পীড়নের বিষয়ে একটি ব্যাপক তথ্য-অনুসন্ধান তদন্ত পরিচালনা করতে এই অফিস বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কাজ করছে।

বিজ্ঞাপন

সমঝোতা স্মারক সইয়ের পরে ভলকার তুর্ক বলেন, এই স্মারকলিপি সইয়ের মাধ্যমে দেশের মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। যা এই পরিবর্তনের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারক আমাদের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে প্রদত্ত সুপারিশ বাস্তবায়নে আরও ভালভাবে সহায়তা করতে সক্ষম করবে। পাশাপাশি বাংলাদেশ যে মৌলিক সংস্কারগুলি ভবিষ্যতে গ্রহণ করছে সেগুলিতে আমাদের দক্ষতা এবং সহায়তার মাধ্যমে সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্যদের সাথে সরাসরি মাঠ পর্যায়ে জড়িত হতে সক্ষম করবে।

নতুন মিশনটি দেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের জন্য বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে, পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের কর্মীদের জন্য সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।

সারাবাংলা/একে/এনজে

জাতিসংঘের মানবাধিকার অফিস সমঝোতা স্মারক সই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর