আসন্ন অক্টোবরে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল।
পূর্ণাঙ্গ এই সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুলাইয়ে। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি-২০র সিরিজটি অবশ্য তখন হয়নি। প্রতিকূল আবহাওয়ার জন্য সিরিজটি পিছিয়ে যায়।
পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হয় ভারতের মাটিতে। আফগানিস্তান সেই সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ও আফগান ক্রিকেট বোর্ড আলোচনা করে টি-২০ সিরিজ খেলতে চাইছে। আসন্ন এশিয়া কাপের পর অক্টোবরে হতে পারে এই সিরিজ।
আগামী অক্টোবরে ৩ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হতে পারে দুই দল। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই হতে পারে এই সিরিজ।
২০২৬ সালে অনুষ্ঠিত হবে আগামী টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে তাই নিজেদের ঝালাই করে নিতেই টি-২০ সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ ও আফগানিস্তান।