মাঠের লড়াই কিংবা পরিসংখ্যান, সবদিকেই বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে তারা। সিরিজ খেলতে বাংলাদেশে আসা পাকিস্তান দল অবশ্য স্বাগতিকদের একেবারেই হালকাভাবে নিচ্চে না। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা বলেছেন, শুধু মিরপুর নয়, পৃথিবীর যেকোনো ভেন্যুতেই বাংলাদেশ শক্তিশালী দল।
বাংলাদেশ নিজেদের মাঠে পাকিস্তানকে শক্ত লড়াই উপহার দেবে বলেই ধারণা সালমানের, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু, যেকোনো জায়গাতেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো তারা খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা মুখিয়ে আছি এবং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
গত ৯ বছর বাংলাদেশ পাকিস্তানকে টি-২০ ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। সালমান অবশ্য অতীতের এসব পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ, ‘না, আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলতেই মনোযোগ রাখছি। এই সিরিজও তার ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি খুব খুশি হবো।’
মিরপুরের পিচের প্রতি শ্রদ্ধাশীল হয়েই মাঠে নামবে পাকিস্তান, জানালেন সালমান, ‘অবশ্যই, এখানে কন্ডিশনের তো বড় ভূমিকা আছেই। তবে কন্ডিশন যেমনই হোক এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যেখানেই যান না কেন, বিশ্বের যেখানেই, শুধু মিরপুরেই না। কন্ডিশন অবশ্যই বড় ভূমিকা পালন করবে।’
আগামী ২০ জুলাই মিরপুরে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ।