Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ০৮:৪৪ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১২:০১

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২১ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগে তাপমাত্রা স্থিতিশীল থাকলেও অন্যত্র ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) এর মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় আরও পরিবর্তন আনতে পারে।

সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুর পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

আবহাওয়াবিদরা পরামর্শ দিচ্ছেন, সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও নগর এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আবহাওয়া বৃষ্টি ভারী বর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর