Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিবাচক ইনিংসের ‘রহস্য’ জানালেন ইমন

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫ ০৮:৫৭

ইমনের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের সহজ জয়

যে পিচে প্রথম ইনিংসে পাকিস্তান ব্যাটাররা দাঁড়াতেই পারেননি, সেই পিচেই তিনি তুললেন ঝড়। বাংলাদেশ ওপেনার পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত এক ফিফটিতেই পাকিস্তানের দেওয়া ১১১ রানের টার্গেট অনায়াসেই পেরিয়ে গেছে বাংলাদেশ। ৭ উইকেটে জয়ের নায়ক তাই ইমন। ম্যাচ শেষে ইমন জানালেন, ইতিবাচক ভঙ্গিতে ব্যাটিং করেছেন বলেই রান পেয়েছেন তিনি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান তুলেছিল ১১০ রান। জবাবে ৩ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংসে ৩৪ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ইমন। তার ব্যাটিং দৃঢ়তায় ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।

যে পিচ নিয়ে পাকিস্তান কোচ সরাসরি অভিযোগ তুলেছেন, সেই পিচে কীভাবে এমন ইনিংস খেললেন ইমন? ইমন নিজেই জানালেন এর রহস্য, ‘বড় জুটি গড়ার চেষ্টা করেছি। ইনটেন্ট ভালোই ছিল। ইনটেন্ট ভালো রেখে ঝুঁকি কম নিয়ে যত খেলা যায়। যখন ব্যাক টু ব্যাক উইকেট পড়ে, যেকোনো দল চাপে পড়ে যায়। আমাদের পরিকল্পনা থাকে ছোট জুটি গড়ার। ইনটেন্ট ঠিকই থাকবে, ছোট জুটি গড়ে ইনিংস তৈরি করার।’

বিজ্ঞাপন

পাকিস্তানের সাথে ব্যাটিং সহজ কিনা এমন প্রশ্নের জবাবে ইমন জানালেন, ‘ভালো করলে আসলে সবার কাছেই সহজ মনে হয়। না ওরাও আন্তর্জাতিক খেলতেছে। সবাই অভিজ্ঞ। এখানে অনেক অভিজ্ঞ বোলার আছে। ভালোই করছে ওরাও। পাকিস্তান সহজ প্রতিপক্ষ কিনা  এটা আমি চিন্তা করিনি।’

শ্রীলঙ্কা সিরিজ থেকেই দারুণ ছন্দে আছেন  ইমন। সেই ফর্মের ধারা বজায় রাখলেন এই সিরিজেও।  ইমনের দাবি, তার নজর ছিল শুধুই বর্তমানে, ‘আমি আসলে বর্তমানে থাকার চেষ্টা করেছি। আমার ফোকাস ছিল এই সিরিজে। পরের বল কী হবে সেটাই ভেবেছি সবসময়। শেষ সিরিজ ভালো খেলে এসেছি শ্রীলঙ্কা থেকে। সবাই অনেক আত্মবিশ্বাসী। চেষ্টা করেছি আত্মবিশ্বাসটা ধরে রাখার।’

সারাবাংলা/এফএম

পারভেজ হোসেন ইমন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর