ঢাকা: বিগত তিন ‘বিতর্কিত’ নির্বাচনে ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটে অনিয়ম নিয়ে শেরে বাংলা থানায় ২২ জুন মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য চায়ের পর ইসি থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে, রোববার (২১ জুলাই) ইসির উপ সচিব মনির হোসেন সই করা এ চিঠি পাঠানো হয়।
বিভাগীয় কমিশনার ও ডিসির কাছে দেয়া চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার, মামলা নম্বর-১১-এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পিবিআই থেকে ২০১৪,২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোটকেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে চিঠিতে।
এক্ষেত্রে এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে এ চিঠিতে।
জাতীয় নির্বাচনে ৬৪ ডিসি এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পান এবং ইউএনও’রা পান সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাও ভোটের দায়িত্বে থাকেন। প্রায় ২ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকেন প্রিজাইডিং সহকারী প্রিজারডিং ও পোলিং অফিসার হিসেবে।
এ বিষয়ে ইসির উপসচিব মনির হোসেন সারাবাংলাকে বলেন, ৩ জুলাই বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছে চিঠি দেয় পিবিআই। সে প্রেক্ষিতে ইসি থেকে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।