Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালে আরও ১৪ গুমের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৪:৫৭

গুমের অভিযোগ করেছেন ভয়েস অব ইনফোর্স ডিসাপেয়ারড পারসনস-ভয়েড।

ঢাকা: বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনসহ পাঁচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪টি গুমের অভিযোগ করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে এ অভিযোগ করেন ভয়েস অব ইনফোর্স ডিসাপেয়ারড পারসনস-ভয়েড।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার শাসনামলে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন। ১০ হাজারেরও বেশি ভুক্তভোগী সারা বাংলাদেশে রয়েছেন। এর মধ্যে বেশিরভাগই সাধারণ। তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। সাধারণ জনগণ হওয়ার কারণে এখনও প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন তারা। এখনও আতঙ্ক কাটছে না। তাই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের নিয়ে ভয়েড সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

বিজ্ঞাপন

এরই মধ্যে ভয়েড-এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেড় শতাধিক গুমের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এরই ধারাবাহিকতায় আজ ১৪টি অভিযোগ করা হয়। এর মধ্যে মাসুদ গাজী নামের একজন ভুক্তভোগীও নিজের গুমের বর্ণনা তুলে ধরেন। তিনি ৪৫ দিন র‍্যাবের গোপন বন্দিশালায় গুম ছিলেন বলে জানিয়েছেন।

এছাড়া ভয়েডে এখনও দুই শতাধিক ভুক্তভোগী রয়েছেন বলে জানান সংগঠনটির নেতা। তবে ধারাবাহিকভাবে সবাইকে প্রকাশ্যে আনা হবে। একইসঙ্গে অতীতের বীভৎস ঘটনা জাতির সামনে তুলে ধরে সতর্ক করা হবে।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

গুমের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর