ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম জোন সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানিয়েছেন, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস রুমের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় ক্লাসটিতে থাকা কমপক্ষে ৩০-৪০ জন শিক্ষার্থী আহত হন। তাদেরকে উদ্ধার করে বিভিন্নভাবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, হতাহতদের উদ্ধারের সময় তারা দেখেছেন নিহতদের দেহ ‘ছিন্নভিন্ন’।
ফায়ার সার্ফিসের মিডিয়ার কর্মকর্তা আনায়ারুল ইসলাম, হতাহতদের উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অনান্য হাসতালে নেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় আহত ২৫ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
এর আগে, বিমানবাহিনীর এফ৭বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। এরপর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।