Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাকের বক্তব্য নাসিরউদ্দিনের চেয়ে আরও বেশি শিষ্টাচারহীন: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৬:০২ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৬:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছেই। এই প্রেক্ষাপটে বিএনপি নেতা ইশরাক হোসেনের পালটা বক্তব্যকে ‘কয়েকগুণ নিচু লেভেলের’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, ‘তর্কের খাতিরে ধরে নিলাম, নাসির উদ্দিন পাটোয়ারী রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন এবং সেখানে ব্যক্তি আক্রমণও ছিল। কিন্তু ইশরাক হোসেন তার প্রতিক্রিয়ায় যে ভাষা ব্যবহার করেছেন, তা আরও অনেক বেশি শিষ্টাচারবহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন।’

বিজ্ঞাপন

সারজিসের ফেসবুক পোস্ট।

সারজিস আলম বলেন, ‘এই ধরনের ভাষায় রাজনৈতিক শ্রদ্ধাবোধের কোনো চিহ্ন নেই। বরং এটা আওয়ামী লীগের আগ্রাসী রাজনীতির ছায়া মনে করিয়ে দেয়। আমরা আশা করেছিলাম বিএনপি অতীত থেকে শিক্ষা নিয়ে সংযত ও দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু ইশরাকের এই বক্তব্য রাজনৈতিক অপরিপক্বতার চূড়ান্ত বহিঃপ্রকাশ।’

সারজিস আলম আরও লেখেন, ‘আমরা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে চাই, তাহলে প্রত্যেককে নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। যত বড় দল, তাদের দায়িত্ব তত বেশি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের উচিত উদাহরণ স্থাপন করা, প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবে দেখা, শত্রু হিসেবে নয়।’

সম্প্রতি কক্সবাজারে এক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। জমি দখল, চাঁদাবাজি চলছে। কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না।’
এই বক্তব্যে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হন এবং পরদিন বিএনপি নেতা ইশরাক হোসেন এক বক্তব্যে নাসির উদ্দিন ও এনসিপিকে লক্ষ্য করে তীব্র আক্রমণাত্মক মন্তব্য করেন।

সারাবাংলা/এফএন/এনজে

ইশরাকের বক্তব্য নাসিরউদ্দিন শিষ্টাচারহীন সারজিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর