Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-২০ নারী সাফ
নেপালকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫ ২২:১৫ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ২২:২১

আবারও শিরোপা জিতল বাংলাদেশ

টানা ৫ ম্যাচ জিতে শিরোপার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তারা। আজ নেপালকে হারালেই অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতবে বাংলাদেশ, সমীকরণ ছিল এমনটাই। সাগরিকার চার গোলের সুবাদে নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তুলল বাংলাদেশের মেয়েরা।

রাউন্ড রবিন পদ্ধতির টুর্নামেন্টে গ্রুপ পর্বে চার দল নিজেদের মধ্যে মুখোমুখি হতো দুইবার। আগের ৫ ম্যাচে টানা জয়ে শিরোপা থেকে নিঃশ্বাস দূরে ছিল বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের সঙ্গে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হতো শিরোপা।

কিংস অ্যারেনায় উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ম্যাচের আগে। ৮ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন সাগরিকা। প্রথমার্ধে আর গোল হয়নি।

বিজ্ঞাপন

৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। কিছুক্ষণের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৭৬ মিনিটে ম্যাচে নিজের চতুর্থ গোল করে উল্লাসে ভাসেন সাগরিকা।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই শিরোপা জিতেছে বাংলাদেশ। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। রানার্সআপ হয়েছে নেপাল।

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর