ঢাকা: মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সভায় শোক প্রস্তাব গ্রহন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮ টায় গুলশানে এ সভা হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিবৃতিতে জানানো হয়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় গভীর শোক প্রকাশ করা হয় এবং একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
নিহত ছাত্র-ছাত্রীদের ও পাইলটের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয় বিএনপির স্থায়ী কমিটির সভায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।