Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

স্পেশাল করসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৭

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সেক্রেটারির দেওয়া বক্তব্য অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হয়েছে। এ ছাড়া দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও আগামী দিনে করণীয় বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

সারাবাংলা/এজেড/এইচআই

তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটি

বিজ্ঞাপন

স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১

নরসিংদীতে মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৬

পুলিশ একাডেমি থেকে এসপি ইমন আটক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩

আরো

সম্পর্কিত খবর