Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়ার আহ্বান এনসিপি’র

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ০৮:৪৮

ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনের সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে ।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “এটি শুধুমাত্র উত্তরার নয়, গোটা জাতির হৃদয় বিদারক এক ক্ষত। আমরা সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানাই—আজ বাদ আসর মসজিদে মসজিদে দোয়া এবং মন্দির, গীর্জা, প্যাগোডাসহ উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা আয়োজনে অংশ নিন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এনসিপির সব জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের স্ব স্ব এলাকায় এই উদ্যোগ বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

উত্তরায় বিমান দুর্ঘটনা এনসিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর