Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় ঐকমত্য কমিশনের শোক প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৩:৪৭ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৩:৫২

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে কোমলমতি শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন শোক প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শোক প্রস্তাব করেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এটি অনুমোদন করেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

এর আগে, ঐকমত্য কমিশনের সোমবারের (২১ জুলাই) বৈঠকে স্থগিত ঘোষণা করে কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বৈঠক স্থগিত ঘোষণা দিয়ে আহতদের পাশে দাঁড়ানো আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ওই বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আজ দিনব্যাপী জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ

উত্তরায় বিমান বিধ্বস্ত জাতীয় ঐকমত্য কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর