Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় বিদেশি বিয়ার জব্দ করল কোস্টগার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৯:৩৯

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের অভিযানে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে সোমবার মধ্যরাতে মোংলা বন্দর সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে অভিযান চালিয়ে বিয়ারগুলো জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানায়, অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত অবস্থায় ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

কোস্টগার্ড জব্দ বাগেরহাট বিয়ার মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর