Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রাসেল

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫ ১০:২৩ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১০:২৮

অবসরে গেলেন রাসেল

টি-২০ ক্রিকেটের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল টেস্ট ও ওয়ানডেকে বিদায় জানিয়েছিলেন আগেই। এবার টি-২০ ক্রিকেটকেইও বিদায় বললেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চোখের জলে বিদায় নিলেন রাসেল, শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

অবসরের ঘোষণাটা দিয়েছিলেন সিরিজ শুরুর আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দুই ম্যাচ খেলেই বিদায় বলবেন রাসেল, জানা ছিল আগেই। দ্বিতীয় ম্যাচে তাই রাসেলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দুই দলই।

মাঠে প্রবেশের সময় রাসেলকে গার্ড অফ অনার দিয়েছে দুই দল। ক্যারিয়ারের শেষ ম্যাচেও ঝড় তুলেছেন রাসেল। ২ চার ও ৪ ছক্কায় ১৫ বলে করেছেন ৩৬ রান।

বিজ্ঞাপন

রাসেলের শেষ ম্যাচে অবশ্য জিততে পারেনি দল। অস্ট্রেলিয়া জিতেছে ৮ উইকেটে। ২-০ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত করেছেন অজিরা।

বিদায়বেলায় রাসেল বলেছেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখানে ক্যারিয়ার শেষ করতে পেরে আমি আনন্দিত। দর্শক, কোচিং স্টাফ, সতীর্থ সবাইকে অনেক ধন্যবাদ এত বছর আমার পাশে থাকার জন্য। আমরা নিজেদের সেরাটা দিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য শুভকামনা। আশা করি দল সামনে আরও অনেক ভালো পারফর্ম করবে।

জাতীয় দলের হয়ে ৫৬টি ওয়ানডে, ৮৬টি টি-২০ ও একটি টেস্ট খেলেছেন রাসেল। জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন রাসেল।

সারাবাংলা/এফএম