Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১২:২৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১২:৩২

বার্ন ইউনিটে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ মেডিকেল টিমের বৈঠক চলছে। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞ মেডিকেল টিম এরইমধ্যে এসে পৌঁছেছে বাংলাদেশে। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকদের সাথে মিটিং করছেন তারা।

বুধবার (২৩ জুলাই) সকালে থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইস্টিটিউটের ৩য় তলায় সভাকক্ষে চলছে এই মিটিং।

হাসপাতাল সূত্র জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিম ছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্যসচিব, বার্ন ইনস্টিটিউটের পরিচালকসহ সিনিয়র চিকিৎসকরা। সিঙ্গাপুরের মেডিকেল টিমের কাছে দুর্ঘটনাটিতে দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। তাদের কাছ থেকে সরাসরি চিকিৎসা পরামর্শ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৪৩ জনই চিকিৎসাধীন রয়েছে বার্ন ইনস্টিটিউটে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।

সারাবাংলা/এসএসআর/এনজে

বার্ন ইনস্টিটিউট মেডিকেল টিম সিঙ্গাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর