Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি
সিঙ্গাপুরের চিকিৎসকদের সমন্বয়ে চলছে দগ্ধদের চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২২:৫৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২৩:০০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে সিঙ্গাপুরের চিকিৎসকদের সমন্বয়ে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আপাতত কাউকেই দেশের বাইরে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল আরও কয়েকদিন এ সকল রোগীদের পর্যবেক্ষণ করবেন।’

পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত এই দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন রোগী ভর্তি আছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে তাদের। এক্সপার্টদের সঙ্গে প্রতিটি রোগীর বিষয়ে আলাদা আলাদা ভাবে পর্যালোচনা হয়েছে। তারাও গুরুত্বপূর্ণ ডিসিশন দিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা এই সকল রোগীদের কয়েকভাবে বিভক্ত করেছি। এদের মধ্যে ক্রিটিকাল ক্যাটাগরিতে ৮ জনকে, ১৩ জনকে সিবিআর, আর ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ধরা হয়েছে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় এসব রোগীদের অবস্থার পরিবর্তন হয়। এ জন্য আমরা ১২ ঘণ্টা অন্তর অন্তর মিটিং বসব। সেই ডিসিশন অনুযায়ী তাদের চিকিৎসা চলবে।’

এক প্রশ্নের জবাবে ডা. নাসির উদ্দিন বলেন, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল কতদিন আমাদের দেশে থেকে চিকিৎসা দেবেন সে বিষয়ে এখনো তাদের সঙ্গে কথা হয়নি। চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে আছে। আপাতত রক্তের দরকার হচ্ছে না।’

সারাবাংলা /এসএসআর/এইচআই

উত্তরায় বিমান বিধ্বস্ত চিকিৎসা দগ্ধ সিঙ্গাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর