ঢাকায় হতে যাওয়া এসিসির সভা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে আলোচনা। বাংলাদেশের মাটিতে হতে যাওয়া এই সভায় অংশ নিচ্ছে না ভারত-শ্রীলংকা, নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সরাসরি অংশ না নিলেও অনলাইনে যোগ দেবে ভারত ও শ্রীলংকা।
এসিসির এবারের সভায় সিদ্ধান্ত হবে আসন্ন এশিয়া কাপ নিয়ে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যে পড়েছে বাংলাদেশ। ভারত সাফ জানিয়ে দিয়েছে, তারা ঢাকায় অনুষ্ঠিত এই সভায় যোগ দেবে না। ভারতের সঙ্গে যোগ দিয়েছে শ্রীলংকাও। দুই দেশের অংশ না নেওয়ায় হুমকির মুখে পড়েছিল এশিয়া কাপ।
তবে বুলবুল নিশ্চিত করেছেন, সরাসরি না হলেও ক্রিকেটের খাতিরে অনলাইনে যোগ দেবে ভারত-শ্রীলংকা, ‘আমরা গত দুই দিন ধরে বেশ কিছু পরিকল্পনা করেছি। সবার আগে ক্রিকেট। আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবোঝি থেকে থাকে, আমরা বাংলাদেশে এসিসির এজিএমটা হোস্ট করছি, আমরা সেই দায়িত্ব নিয়ে সকলের সাহায্যে সকলকে রাজি করাতে পেরেছি। এসিসির এজিএমে সকলে জয়েন করছে। যারা আসতে পারবে না অনলাইনে জয়েন করবে। আফগানিস্তান আজকে (২৩ জুলাই) রাতে চলে আসবে। পাকিস্তান-বাংলাদেশ আসবে। ৩টি পূর্ণ সদস্যের দেশ। ভারত-শ্রীলঙ্কা অনলাইনে জয়েন করছে।’
বোর্ড প্রেসিডেন্ট আরও জানান, ‘খেলার মান বলে কিছু না। সবারই কিছু চাহিদা থাকে। ক্রিকেট যখন আসে, সবাই একমত হয়। আমি হোস্ট হিসেবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ৫ সদস্য দেশের প্রতি। (এশিয়া কাপ) নিয়ে এজিএমে আলোচনা হবে।’
এসিসি সভায় যোগ দিতে ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন এসিসি এবং পিসিবির সভাপতি মহসিন নাকভি। আজ অনুষ্ঠিত হবে এসিসির বার্ষিক সভা।