ঢাকা: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর কাকলি ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী আল মাহমুদ জানান, আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি কাকলী ফুটওভার ব্রিজ পার হচ্ছিলেন। এমন সময় নিচে জটলা দেখতে পান। পরে নিচে নেমে দেখেন ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে রক্তাক্ত অবস্থায় পরে আছেন। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কিভাবে সড়ক দুর্ঘটনা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি পথচারী আল মাহমুদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির কোনো স্বজন পাওয়া যায়নি। তবে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, তার নাম আজিজুর রহমান (৪৫), বাবার নাম মৃত মতিয়ার রহমান, গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঠাকুরকান্দি গ্রামে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।