Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাকে পাঠানো চিঠির অনুলিপি সিআইবিতে পাঠাতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৮:২১

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা চিহ্নিত ও চূড়ান্ত করার পর সংশ্লিষ্ট গ্রাহককে এ-সংক্রান্ত পাঠানো চিঠির অনুলিপি যাচিত তথ্যসহ কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-তে পাঠাতে হবে।

‘ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ ও চূড়ান্তকরণ এবং তাদের বিরুদ্ধে গৃহীতব্য ব্যবস্থা প্রসঙ্গে’ গত ২০২৪ সালের ৩ এপ্রিল জারি করা সার্কুলারে নতুন এ নির্দেশনা সংযোজন করেছে বাংলাদেশ ব্যাংক।

দ্বিতীয় যে নির্দেশনাটি যুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে- আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার ক্রমপুঞ্জিভূত তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে বিবরণী আকারে (নির্ধারিত ছক অনুযায়ী) প্রতি তিন মাস শেষে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে সিআইবি-তে দাখিল করতে হবে। ইতোপূর্বে মূল সার্কুলারে এটি শুধু ‘আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ’-এ দাখিল করার নির্দেশনা ছিল।

বিজ্ঞাপন

তৃতীয়ত: আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ‘ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ ইউনিট’ এর হালনাগাদ তথ্য (যেমন- ইউনিট সদস্যদের নাম, মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস ইত্যাদি) এবং এগুলোর যে কোনো পরিবর্তন ৭ দিনের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করতে হবে।

সারাবাংলা/আরএস

ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা বাংলাদেশ ব্যাংক সার্কুলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর