চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল (ইউএসএ), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার সীমান্তবর্তী গ্রাম গোয়ালপাড়ার একটি ইটভাটার পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নতুনপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়ার অভিযান চালানো হয়। এ সময় একটি ইটভাটার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।