Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র সৈকত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১২:২৮

বৈরী আবহাওয়ার ফলে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত।

কক্সবাজার: বৈরী আবহাওয়ার ফলে উত্তাল কক্সবাজারের সমুদ্র সৈকত। বিশাল ঢেউয়ের তোড়ে টিকছে না জিওব্যাগও। ঢেউয়ের আঘাতে বিলিন হচ্ছে ঝাঁউবাগান এবং ভেঙে যাচ্ছে মেরিন ড্রাইভ সড়কসহ পর্যটকের সমাগম পয়েন্ট। এছাড়া জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে উপকূলবর্তীসহ শহরের নিচু এলাকা।

এদিকে, বৈরী আবহাওয়ার প্রভাবে গত দুই দিন ধরে ভারী-মাঝারী আবার হালকা বৃষ্টি হচ্ছে। বর্ষণে শহরের কয়েক জায়গায় ঘটেছে পাহাড় ধসের ঘটনা। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ঘের, সবজি ক্ষেত আর ঘরবাড়ি।

এছাড়া সাগর উত্তাল হওয়ায় বর্ষাতেও বেড়াতে আসা পর্যটকদের ঝুঁকি থাকায় নামতে দেওয়া হচ্ছে না সাগরে। তবে উৎসাহী অনেক পর্যটক লাইফ গার্ড আর ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা না মেনে গোসল করতে নামায় বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।

বিজ্ঞাপন

কক্সবাজার সমুদ্র সৈকত।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, সাগরে সৃষ্ট নিম্পচাপের ফলে ৩ নাম্বার সর্তক সংকেত রয়েছে। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৬ মিলিলিটার। যার ফলে উত্তাল রয়েছে সমুদ্র।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলার নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

বৈরী আবহাওয়া সমুদ্র সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর