Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেফতার


৩ জুলাই ২০১৮ ১৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি মাদরাসায় দুই ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগে মাদরাসা শিক্ষক হাফেজ সাইদুর রশিদকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার আরেক আসামি সাইদুর রশিদের বন্ধু জসিম পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩ জুলাই) তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। হাফেজ সাইদুর রশিদ নগরীর চান্দগাঁও থানার রাহাত্তারপুল বড় মসজিদের পাশে গুলজার হামিদিয়া হাফেজিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বশর সারাবাংলাকে জানান, এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষক হাফেজ সাইদুর রশিদ (৫৩) ও তার বন্ধু জসিম মাদরাসার দুই ছাত্রকে যৌন নির্যাতনের করে আসছিলেন। সম্প্রতি এক ছাত্র তার অভিভাবককে বিষয়টি জানালে এদিন (মঙ্গলবার) সকালে তারা মামলা দায়ের করেন। আমরা দুই ছাত্রের প্রাথমিক জবানবন্দি নিয়েছি। সাইদুরকে গ্রেফতার করা হয়েছে, তবে জসিম পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে বলেন, পুরো রমজান মাস জুড়ে দুই ছাত্র সাইদুর ও জসিমের নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় এক ছাত্র বিষয়টি তার পরিবারকে জানায়। অভিযোগ পাওয়ার পর আমরা ব্যবস্থা নিচ্ছি।

সারাবাংলা/আরডি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

যৌন নির্যাতন

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর