Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি শিশুশ্রম নিরসনে প্রাধান্য দেবে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৭:১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

ঠাকুরগাঁও: জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিশুশ্রমকে নিরসন করে কিভাবে সেসব শিশুদের লেখাপড়ার মধ্যে ফিরিয়ে আনা ও একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় তা বেশি গুরুত্ব দেবে বিএনপি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও গোবিন্দনগরে ইএনডিও এর জয়নাল আবেদিন হলরুমে শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে ইএসডিও এর অভিজ্ঞতা উপস্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুশ্রম নিরসন করাটা খুব কঠিন কাজ। এরপরেও ঠাকুরগাঁওয়ে ইএসডিও এই উদ্যোগ নিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদের। আমি বিশ্বাস করি তাদের এই সফলতা সারা বাংলাদেশে ছড়িয়ে দিলে শিশুশ্রম নিরসন করা সম্ভব।’

বিজ্ঞাপন

ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন— শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম ও চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমুখ।

সারাবাংলা/এইচআই

ঠাকুরগাঁও বিএনপি মির্জা ফখরুল শিশুশ্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর