পটুয়াখালী: “কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। এই কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য দেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাইনুল ইসলাম মান্নান ও প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকতে অব্যাহত ভাঙনের কারণে এর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পর্যটকদের আগ্রহ কমছে, যা কুয়াকাটার পর্যটন শিল্পের জন্য একটি বড় হুমকি। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া জরুরি।’