চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ী খুনে যুবলীগ কর্মী গ্রেফতার
৩ জুলাই ২০১৮ ১৭:৩৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পরিবহন ব্যবসায়ী মো. হারুনুর রশীদ চৌধুরী (৩৩) হত্যা মামলায় এহসানুল কবির মেহেদী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদী স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
মঙ্গলবার (৩ জুলাই) ভোরে নগরীর মোগলটুলি এলাকা থেকে মেহেদীকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, গ্রেফতারের পর বিকেলে মেহেদীকে চট্টগ্রাম মহানগর হাকিম সফি উদ্দিনের আদালতে হাজির করা হয়। সেখানে মেহেদী হত্যার দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওসি বলেন, ঘটনার ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডে মেহেদীর অংশ নেওয়ার প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এর আগে গ্রেফতার হওয়া তিনজন আসামিও আদালতে দেওয়া জবানবন্দিতে মেহেদীর নাম বলেছে।
হারুন হত্যাকাণ্ডে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ছাড়া আরও ৬ আসামি আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠিয়েছিলেন আদালত।
হারুন নগরীর কদমতলী এলাকার পরিবহন ব্যবসায়ী ও প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর বড় ভাই শহীদ মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে।
২০১৭ সালের ৩ ডিসেম্বর বিকেলে নগরীর কদমতলী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সন্ত্রাসীরা হারুনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরিবহন ভাড়ার মধ্যস্থতার ২৮ হাজার টাকা নিয়ে বিরোধে এই খুন বলে পুলিশের ভাষ্য।
এই ঘটনায় হারুনের বড় ভাই হুমায়ন চৌধুরী বাদি হয়ে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
সারাবাংলা/আরডি/এমআই