Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৪:২৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৪:২৫

ঢাকা: আগামী ১০ আগস্ট, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হতে পারে। ওইদিন ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদেরকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

রোববার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য জানান ।

তিনি বলেন, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে। সে হিসেবে ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। এই প্রেক্ষিতে ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার বোর্ডটিতে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মিলে ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছে। গত বছরের তুলনায় এ সংখ্যা যথাক্রমে ২১ হাজার শিক্ষার্থী ও ৪০ হাজার খাতা বেশি।

আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এসেছে গণিত বিষয়ে, সংখ্যা ৪২ হাজার ৯৩৬টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (প্রত্যেকটিতে ১৯ হাজার ৬৮৮টি করে), পদার্থবিজ্ঞান (১৬ হাজার ২৩৩টি), এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।

তবে বোর্ড সূত্র জানায়, পুনঃনিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়। বরং, উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল রয়েছে কি না, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, ওএমআর শিট সঠিকভাবে স্ক্যান হয়েছে কি না, এসব বিষয় যাচাই করা হয়। এসব ক্ষেত্রে ভুল ধরা পড়লে সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

এসএসসি পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর