ময়মনসিংহ: ময়মনসিংহে এনসিপির পদযাত্রা উপলক্ষে সোমবার (২৮ জুলাই) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে টাউন হল প্রাঙ্গনে এনসিপির পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আলী হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (২৮ জুলাই) বিকেলে পদযাত্রাটি নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহিলা কলেজের সামনে শহিদ সাগর চত্বরে গিয়ে শ্রদ্ধা জানাবে। সেখান থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গনে সমাবেশে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।