লালমনিরহাট: শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি।
রোববার (২৭ জুলাই) সকালে কালিগঞ্জ উপজেলা বিএনপি তুষভান্ডার রমণী মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ভোটমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসেত পাটোয়ারীর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু, সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা ও হুমায়ুন কবীর বাবু প্রমুখ।
সংবর্ধনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ দিতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।