বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা। এ ঘটনায় স্থানীয়রা ছেলে শাহারিয়ার শিমুলকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
রোববার (২৭ জুলাই) দুপুর ২টায় দিকে উপজেলার বরাকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহ আলম খান (৬৫) খাটিয়ালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মী ছিলেন।
স্থানীয়রা জানায়, নেশার টাকার জন্য শিমুল প্রতিনিয়ত তার বাবাকে চাপ দিতেন। সকালে টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুপুরে শিমুল তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যার পর শিমুল দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘দুপুরে নামাজ আদায়ের জন্য শাহ আলম খান মসজিদে যাচ্ছিলেন। পথে মো. শাহারিয়ার শিমুল তার বাবাকে ছুরিকাঘাতে করে হত্যা করে। মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’