চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলীতে দুই ছেলের হাতে বাবার খুন হওয়ার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ঘটেছে এমন ঘটনা।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৬ নম্বর ওয়ার্ডের গোয়াল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক চৌধুরী (৭০) ওই এলাকার বাসিন্দা। তাকে হত্যায় অভিযুক্ত তারই দুই ছেলে নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমান (২৫)।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, ‘ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে যাই। সেখানে নুরুল হকের রক্তাক্ত লাশ পড়ে ছিল। সুরতাহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’