Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ কার্যক্রম পরিচালনার জন্য এজেন্সির তালিকা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ০৮:২৫

পবিত্র কাবা শরীফ। ছবি: সংগৃহীত

ঢাকা: ১৫৫টি এজেন্সিকে প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৭ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে শর্তসাপেক্ষে এই তালিকা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শর্তসাপেক্ষে মন্ত্রণালয় ১৫৫টি এজেন্সিকে বাছাই করেছে। তবে রয়েছে বেশকিছু শর্ত।

শর্তগুলো হলো:

* প্রকাশিত তালিকার কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৬ হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মক্কা-মদিনায় প্রদেয় সেবা সুবিধাদি বিষয়ে হজযাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তি সম্পাদন নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

* প্রত্যেক এজেন্সিকে ২০২৬ সালে সৌদি সরকার নির্ধারিত সংখ্যক হজযাত্রী পাঠাতে হবে। এজেন্সিকে ৪৬ জন হজযাত্রীর জন্য একজন আরবি ভাষায় দক্ষ ও অভিজ্ঞ হজ গাইড নিয়োগ করতে হবে বলে শর্তে উল্লেখ করা হয়েছে।

* এছাড়া অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে হজে নেওয়া যাবে না। কোনো এজেন্সি যদি এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে; তাহলে কোনো কারণ দর্শানো ছাড়া তার এজেন্সির লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

* তালিকা প্রকাশের পর কোনো হজ এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগের কারণে দণ্ডিত হলে বা কোনো যোগ্যতার ঘাটতি দেখা দিলে কোনো কারণ দর্শানো ছাড়া সংশ্লিষ্ট এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হবে।

* এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত নবায়নের শর্তে যোগ্য তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। যে সব এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে অতিবাহিত হবে তাদের নবায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন না করলে বা নবায়ন না করা হলে এজেন্সির নাম তালিকা থেকে বাতিল হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

* প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ দাখিল করে হজ পরিচালকের সঙ্গে চুক্তি করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এই ঠিকানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে বাছাই করা তালিকা দেখা যাবে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর