ভারতের বোলিং লাইনআপের মূল অস্ত্র তিনি। তিন ফরম্যাটেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য তার দিকেই তাকিয়ে থাকে পুরো দল। জাসপ্রীত বুমরাহর ওপর চাপটাও তাই পাহাড় সমান। আর সেই চাপই কাল হয়ে দাঁড়িয়েছে এই পেসারের। গুঞ্জন উঠেছে, ইংল্যান্ড সফরের পরপরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বুমরাহ।
গত কয়েক বছর ধরেই পিঠের ইনজুরির সঙ্গে লড়ছেন বুমরাহ। বিশেষ করে বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে চোট বেশ ভালোই ভুগিয়েছিল তাকে।
চোট থেকে সেরে উঠে দলে তো ফিরেছেন, কিন্তু প্রতিনিয়তই ব্যথার সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে বুমরাহকে। ‘ওয়ার্কলোড’ কমানোর প্রচেষ্টায় মাঝে মাঝে স্বেচ্ছায় বিশ্রামও নিতে হচ্ছে।
চলতি ইংল্যান্ড সফরেও দ্বিতীয় টেস্টে স্বেচ্ছায় মাঠের বাইরে ছিলেন বুমরাহ। এ নিয়ে কম সমালোচনার মুখে পড়েনি টিম ম্যানেজমেন্ট। একাদশে ফিরলেও আগের চেয়ে গতিও কমেছে তার। সবশেষ ওল্ড ট্রাফোর্ডে দেখা মেলেনি বুমরাহর ভয়ংকর সেই রূপ।
এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বুমরাহ কি আদৌ তিন ফরম্যাটে খেলা চালিয়ে যেতে পারবেন? মোহাম্মদ কাইফসহ সাবেক অনেক ভারতীয় ক্রিকেটার বুমরাহকে যেকোনো দুই ফরম্যাটে খেলার পরামর্শ দিয়েছেন।
গুঞ্জন উঠেছে, ইংল্যান্ডের বিপক্ষে ৫ম ও সিরিজের শেষ টেস্টের পরপরই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে পারেন বুমরাহ। তিনি খেলা চালিয়ে যাবেন শুধুই ওয়ানডে ও টি-২০তে।
বুমরাহর অবসর নিয়ে অবশ্য এখনো ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বুমরাহ নিজেও এই ব্যাপারে মুখ খোলেননি।