Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৬:২৪

প্রতীকী ছবি

রাজবাড়ী: ‎রাজবাড়ীর পাংশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্কাস আলী মন্ডল (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ শে জুলাই) রাত ১১টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। রাত ৩টায় তার মৃত্যু হয়।

নিহত আক্কাস আলী উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড় খোলা গ্রামে মো. কহর আলী মন্ডলের ছেলে।

‎পরিবার থেকে ‎জানা গেছে, রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন আক্কাস। রাত ১১টার দিকে তার পায়ে কিছুটা ব্যথা অনুভব হয়। আলো জ্বালিয়ে দেখতে পান পা থেকে রক্ত বের হচ্ছে। পরে ধারণা করা হয় তাকে সাপে কেটেছে। আশপাশে খোঁজাখুঁজি করে ঘরের মধ্যে ২টি বিষধর সাপ দেখতে পায়। তারা সাপ দুটিকে মেরেও ফেলে। এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় সাপুড়িয়ার কাছে নিয়ে যান। সেখান থেকে পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় কসবামাজাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, কৃষক আক্কাস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই অঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, আমাদের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রয়েছে। কারও সাপে কাটা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সারাবাংলা/এসআর

পাংশা রাজবাড়ী সাপের কামড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর