Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষ সন্ত্রাসী সোহেলের ২ নারী সহযোগী অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৭:২৭

রায়পুরা থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরসহ অন্যান্য কর্তকর্তারা।

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল মিয়ার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। এর আগে, রোববার (২৭ জুলাই) শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা— রায়পুরা উপজেলার সায়েদাবাদ এলাকার ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)।

বায়েজিদ বিন মনসুন বলেন, ‘রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ১৪টি খালি খোঁসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র সম্প্রতি গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বলে জানান তারা। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এইচআই

অস্ত্র-গোলাবারুদ গ্রেফতার নরসিংদী শীর্ষ সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর