Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার সৈকতে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৮:৪১

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে স্ত্রীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্বামীকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় সুগন্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী।

গ্রেফতার যুবক কুমিল্লা জেলার সদর উপজেলার দক্ষিণ ইউনিয়নের ভাগালপুর গ্রামের চৌধুরী বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

গ্রেফতার আবুল বশর।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরীর পাঠানো এক বার্তায় জানানো হয়, ২৪ জুলাই সকাল ১১টায় সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে এক নারীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি বাংলাদেশ পুলিশের নজরে আসলে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযুক্তকে সনাক্ত করে। এরপর একই এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

বার্তাতে আরও উল্লেখ রয়েছে, অভিযুক্ত ও ভিকটিম পরস্পর স্বামী-স্ত্রী। অভিযুক্ত বশর প্রায়ই যৌতুক দাবি করে ভিকটিমকে মারধর করত। তেমনি ঘটনার দিন সকালে যৌতুক আদায় করার জন্য মারধর করে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

সারাবাংলা/এনজে

ভিডিও ভাইরাল স্ত্রীকে মারধর স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর