Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহার ও মেয়ে সূচনার ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৯:৪৭

আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা। ফাইল ছবি

ঢাকা: কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা কর্তৃক সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াত, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থগ্রহণসহ বিভিন্ন দেশে অর্থপাচার করায় ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করেছেন আদালত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান চলমান রয়েছে। এ সংক্রান্তে মানিলন্ডারিং আইনে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

আ ক ম বাহাউদ্দিন বাহার টপ নিউজ তাহসিন বাহার সূচনা ফ্রিজ ব্যাংক হিসাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর