ঢাকা: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কার এবং সরকারি চাকরিতে রাজনৈতিক পরিচয়ে নিয়োগের ‘পায়তারা’ বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একদল শিক্ষার্থী। দাবি পূরণ না হলে প্রয়োজনে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি হলপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। যেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় আন্দোলনকারীরা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার’, ‘চব্বিশের অঙ্গীকার, পিএসসি সংস্কার’, ‘পিএসসি নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ঢাবি শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, ‘গত ১৬ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আওয়ামীকরণ করা হয়েছিল। স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণই যথেষ্ট। আমরা দেখতে পাই, আবারও একটি দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারি চাকরিতে কোনো দল বা মতের সুপারিশে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও স্বতন্ত্রভাবে চলতে দিতে হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’
ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ এই দেশের যতগুলো সরকারি এবং রাষ্ট্রীয় অঙ্গ আছে, সবগুলোকে ঘুণে ধরা কাঠামোতে পরিণত করেছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার মাধ্যমে।’
তিনি অবৈধ রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধতা কামনা করে বলেন, ‘সামনের বাংলাদেশে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, তারা কোনোভাবেই যেন এই সরকারি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অবৈধভাবে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে না পারে। সেগুলোর জন্য সকল দলমত নির্বিশেষে জনগণের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’
এ সময় আন্দোলনকারীরা ‘পিএসসি সংস্কার’ প্রসঙ্গে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দুই দফা দাবি উত্থাপন করেন। দাবি উত্থাপন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ও ৪৪তম বিসিএস প্রত্যাশী সিরাজুল সালেহীন।
তিনি বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আমাদের দুটি দাবি জানাচ্ছি।’
তাদের দাবি দুইটি-
- পিএসসিসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে।
- পিএসসিসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে।
সালেহীন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই দুইটি দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূরণের আলটিমেটাম জানানো হচ্ছে। তা না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। অবরোধ, ব্লকেড কর্মসূচির দিকে আমরা ধাবিত হব। আমরা পিএসসি ঘেরাও করব, প্রয়োজনে আমরা সচিবালয় ঘেরাও করব।’