Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৫:৪৫

প্রতীকী ছবি

শরীয়তপুর: জেলার জাজিরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল (সোমবার) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান ছিল। এক বছর আগে ওই দুই সন্তান পরপর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

গতকাল রাতে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বাকবিতন্ডা হলে স্ত্রী সোনাবান বিবিকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক স্বামীকে আটক করে জাজিরা থানা পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

কুপিয়ে হত্যা স্ত্রীকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর