Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়াটিকের দুর্নীতি: ব্যবস্থা নিতে দুদককে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৫:৫৭

ঢাকা: মুজিববর্ষ উদযাপনে সরকারি তহবিল তছরুপে এশিয়াটিকের দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. সাব্বির ইবনে আজম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইসা ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে, মুজিববর্ষ উদযাপনে সরকারি তহবিল তছরুপে এশিয়াটিকের দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে দুর্নীতির তদন্ত করতে রিট করা হয়।

বিজ্ঞাপন

রিটে গত ১৬ বছরে স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, আইসিটি, বিদ্যুৎ, তথ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের হাজার কোটি টাকার বিজ্ঞাপনের টেন্ডার রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে মিডিয়ায় একচেটিয়া লুটপাটের অভিযোগ আনা হয়।

রিটে বলা হয়, আওয়ামী লীগ সরকারের মদদে সরকারের আর্থিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন কথিত উন্নয়নের ক্যাম্পেইন, বিজ্ঞাপন বানানো ও দেশে বিদেশে প্রচার করা হয়। গত ৫ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এশিয়াটিকের এমবিএ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি বিজ্ঞাপন সময় টিভি, একাত্তর টিভি, যমুনা টিভিসহ বিভিন্ন টিভিতে প্রচারিত হয়।

এছাড়া মুজিব সিনেমা বিশ্বব্যাপী প্রচারণার কাজে সিআরআই ও প্রধানমন্ত্রীর অফিসের সরাসরি হস্তক্ষেপে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে শত-শত কোটি টাকা উত্তোলন করা হয়। বিশ্বব্যাপী প্রচারণার কাজে বিদেশে এশিয়াটিক এফজেডই নামে পৃথক কোম্পানি প্রতিষ্ঠা করে। দেশ থেকে বিপুল টাকা পাচারের মাধ্যমে বিদেশি মিডিয়ায় মুজিব সিনেমার ব্যাপক প্রচার কাজ করে এশিয়াটিক গ্রুপের মাইন্ডশেয়ার ও ফোরথট পিআর।

আইনজীবী বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশি ও বিদেশি কোম্পানির বিজ্ঞাপনের বাজেট একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ নেয় এশিয়াটিক গ্রুপ। চলতি বছরের ২৩ জানুয়ারি আমার দেশ-এ প্রকাশিত ‘নুর-যাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার’ শিরোনামের প্রতিবেদনে সাবেক তথ্য ও আইসিটি প্রতিমন্ত্রী তারানা হালিমের সম্পৃক্ততার কথা বিস্তারিত তুলে ধরা হয়। ওই প্রতিবেদনটি এই মামলার অন্যতম রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়।

সারাবাংলা/আরএম/এসআর

এশিয়াটিক দুদক দুর্নীতি নির্দেশ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর