ঢাকা: আলোচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ধনঞ্জয় কুমার দাস ২০০৪ সালের ৩ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন; যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২(চ) অনুসারে ‘পলায়ন’র পর্যায়ভুক্ত অপরাধ। তিনি আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের আদেশ/নির্দেশ অবজ্ঞা করেছেন যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (খ) এর (ই) মোতাবেক ‘অসদাচরণ’ এর পর্যায়ভুক্ত অপরাধ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে পলায়নের তারিখ থেকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ নামীয় গুরুদণ্ড প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে রমিজ উদ্দিন আহমেদ নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তেজগাঁও থানায় ধনঞ্জয় কুমার দাসসহ ২২৩ জনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।