রাজবাড়ী: ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে খামারিদের মাঝে উন্নত জাতের হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বরাট, চন্দনী ও খানগঞ্জ ইউনিয়নের ১১৩ জন খামারির মাঝে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি খামারিকে ২১টি উন্নত জাতের হাঁস ও ৭৫ কেজি করে হাঁসের খাদ্য প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।
প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম বলেন, ‘নদীবিধৌত চরাঞ্চলের মানুষের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। হাঁস পালন থেকে পাওয়া ডিম ও মাংস শুধু পুষ্টির চাহিদা পূরণই করবে না, বরং পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটাবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা যে হাঁস পাচ্ছেন তা লালনপালনের মাধ্যমে নিজেরা উপকৃত হবেন এবং প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতা নিতে পারবেন।’