সিরিজ শুরুর আগেই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৫ টেস্টের সর্বোচ্চ ৩টিতে খেলবেন তিনি। ইংল্যান্ড সফরে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। ওভালে সিরিজের শেষ টেস্টের আগে জানা গেল, ভারতের সিরিজ বাঁচানোর ম্যাচে থাকছেন না বুমরাহ।
গত কয়ে বছর ধরেই পিঠের ব্যথায় ভুগছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে পিঠের চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর কয়েক মাস ভুগে ইংল্যান্ড সফরের আগে স্কোয়াডে জায়গা করে নেন তিনি।
ইংল্যান্ড সফরে সবকয়টি টেস্ট খেলবেন না বুমরাহ, এ জানা গিয়েছিল আগেই। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ এর জন্যই এমন সিদ্ধান্ত, জানিয়েছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি।
এই মুহূর্তে সিরিজে ২-১ এ পিছিয়ে আছে ভারত। সিরিজ বাঁচাতে ওভালে শেষ টেস্টে জিততেই হবে তাদের। ৩ ম্যাচে ১৪ উইকেট নেওয়া বুমরাহই কার্যত দলের সেরা বোলার।
এমন অবস্থার মধ্যেই মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে বুমরাহকে পাচ্ছে না ভারত। এসবের মধ্যেই বুমরাহর অবসর নেওয়ার গুঞ্জনটাও জোরালো হয়েছে।
৩১ জুলাই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট।