Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৫ ২০:৩০ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২০:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী ১ আগস্ট থেকে নতুন এ শুল্কনীতি কার্যকর হবে।

বুধবার (৩০ জুলাই) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে এ ঘোষাণা দিয়েছিলেন।

ট্রাম্প লিখেছেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু… বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। যেকোনো দেশের মধ্যে সবচেয়ে কঠোর এবং অপ্রীতিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে ভারতের।’

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ‘ভারত সব সময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে। এমন কি রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতাও ভারত।’

এই ঘোষণাটি এমন সময়ে এসেছে যখন ভারত এবং যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছিল। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার সোমবার জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসনের ভারত-এর সাথে আলোচনার জন্য আরও সময় প্রয়োজন, যাতে আমেরিকান রফতানির জন্য ভারত তাদের বাজার কতটা মুক্ত তা যাচাই করা যায়।

সারাবাংলা/এইচআই

ডোনাল্ড ট্রাম্প ভারত যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর