Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় উপদেষ্টা আসিফের সমর্থকদের ওপর হামলা, আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২১:০৫

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আসিফ মাহমুদের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩০জুলাই) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেলে সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে মিলিত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে ইট-পাটকেল ছোঁড়া হয়। এরপরই দু‘পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। এসময় এনসিপির ১০ থেকে ১২ জন সমর্থকসহ অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।

বিজ্ঞাপন

আহত ইউপি সদস্য শেখর জানান, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। এ সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেন এবং শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়।

মিছিলে থাকা নাগরিক সমাজের আহবায়ক মিনাজুল হক জানান, বিএনপির লোকজন আমাদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর করে শত শত ঈদ পাটকেল ছুড়ে আমাদেরকে ধাওয়া দেয় তারা। এ সময় আমাদের প্রায় অর্ধশতাধিক সমর্থক আহত হয়। এতে শেখর মেম্বারের গুরুতর আহত হন।

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, আজকে মুরাদনগরের সদরে এনসিপির সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল এ সময় পাশে অবস্থানরত কিছু লোক ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন এরপরই দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বলেন, অর্ধশতাধিক আহতের বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া কারা এ হামলার ইন্ধনদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সারাবাংলা/এসএস

আসিফ উপদেষ্টা সমর্থক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর