Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে রাজনৈতিক দলগুলোর হিসাব জমার সময় শেষ হচ্ছে কাল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২১:০৩

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩১ জুলাই)। তবে, এই সময় আরও বাড়তে পারে বলে জানা গেছে।

বুধবার (৩০ জুলাই) শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে অন্যান্য দলসহ বেশিরভাগ ইসলামী দল এখনো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।

নিয়ম অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পর পর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/পিটিএম

আয়-ব্যয় ইসি জমা হিসাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর