Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের ভোটাধিকারের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান এনসিপি’র

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২১:২৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২১:৩৭

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

‎বুধবার (৩০ জুলাই) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি’র সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠকে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি গ্লোবাল কোঅর্ডিনেটর তারিক আদনান মুন উপস্থিত ছিলেন।

‎এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘প্রবাসী ভোটারদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’

‎তিনি বলেন, ‘‘ভোটাধিকার নিয়ে আমাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যোগাযোগ করছেন। প্রবাসীরা উষ্মা প্রকাশ করছেন তাদের ভোটাধিকার নিশ্চিয়তা নিয়ে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো আপডেট মিলছে না। কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বলেছেন, যারা প্রবাসীরা আছে, তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে।’’

‎খালেদ সাইফুল্লাহ আরও বলেন, ‘নির্বাচন কমিশন যেন প্রতি সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন। যাতে প্রবাসীরা আপডেট জানতে পারবেন। আমাদের যারা প্রবাসী ভাই-বোনেরা আছেন, যারা ভোট দিতে চান। তারা একটাও আপডেট পান না। আমাদের যে প্রবাসী ভোটাররা আছেন তাদের মধ্যে অনেকে এনআইডি নাই। তারা ভোটার হিসেবে নিবন্ধিত না। তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বলছে ১৪টা দেশে নিবন্ধন শুরু হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যেই দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে বলা হচ্ছে, সেই দেশেই আমাদের অনেকে জানাচ্ছেন যে তারা জানেন না কিভাবে এটা করবেন। এজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান। যাতে করে প্রবাসীরা ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। এ ছাড়া আরও ছোট ছোট কিছু বিষয়ে কথা হয়েছে।’

‎নিবন্ধন ইস্যুতে এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের ডেডলাইন ৩ আগস্ট, তার আগেই আমরা এটা জমা দিব।’

‎সারাবাংলা/এনএল/এইচআই

ইসি এনসিপি প্রবাসী ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর