Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২১:৩১ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২১:৩৪

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান। ছবি: সারাবাংলা

জামালপুর: জামালপুরে মোটর সাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দির আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরুন্দি পুলিশের তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান।

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে । সে জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, আজ বুধবার বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেল নিয়ে জামালপুর শহরের উদ্দেশে বের হন পুলিশ সদস্য আবিদ হাসান। এসময় তিনি নরুন্দির আড়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ আবিদের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর চালক ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএস

দুর্ঘটনা পুলিশ মৃত্যু সড়ক

বিজ্ঞাপন

ডোমারে আ. লীগ নেতা গ্রেফতার
৩১ জুলাই ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর